কুষ্টিয়ায় চালকল মালিক সমিতির সভাপতি রশিদের বাড়িতে গুলি
৯ এপ্রিল ২০২৫ ২১:২৭
কুষ্টিয়া: জেলার সদর উপজেলার আইলচারা হাটের নিলামকে কেন্দ্র করে চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রডাক্টসের মালিক ও চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন দুর্বৃত্তরা। তবে এ সময় বাসায় ছিলেন না তিনি।
বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার শহরের কোটপাড়া এলাকার গোসালা গলির বাড়িতে এই ঘটনা ঘটে।
আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি।
আব্দুর রশিদ বলেন, আমাদের স্থানীয় আইলচারা হাট নিলামে আমার ভাতিজা জিকু পেয়েছে। এরপর সন্ত্রাসীরা আমাদের ফোনে হুমকি দেন। আজকে গুলি করে গেল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজন ব্যক্তি হেলমেট পড়ে এসে বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করেন এবং তাৎক্ষণাৎ মোটরসাইকেল যোগে পালিয়ে যান।
ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি এসে আব্দুর রশিদের নির্মানাধীন বাড়িতে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গিয়েছে। আমরা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এবং মোটরসাইকেলটির নম্বরর শনাক্ত করার চেষ্টা করছি। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এইচআই
কুষ্টিয়া গুলি চালকল মালিক সমিতির সভাপতি দুর্বৃত্ত নিলাম হাট নিলাম হামলা হুমকি