Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপন অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২১:৫৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: অভিযোগ জানাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন হাসনাত ও সারজিস।

এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এ বিষয়ে আর বেশি কিছু বলতে পারব না।’

কী অভিযোগ? এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘ইটস ভেরি কনফিডেনশিয়াল।’

কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এমন প্রশ্নেও হাসনাত বলেন, ‘এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে। তাই আপাতত বেশি কিছু বলা সম্ভব নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু এখন বলছি না।’

সারাবাংলা/এফএন/পিটিএম

টপ নিউজ দুদক সারজিস হাসনাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর