Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২৩:১২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০৪:২৮

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাতে পাবিপ্রবির নির্মাণাধীন হলের দশম তলা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, কয়েকদিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও মরদেহটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দঁড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর মরদেহের ওজন বৃদ্ধি পেয়ে দঁড়ি ছিঁড়ে পড়ে গেছে।

তিনি আরও বলেন, এখানো মরদেহ শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সঙ্গে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে। পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।

পাবিপ্রবির উপপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশকে অবহিত করি। পুলিশ মরদেহ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এইচআই

খুন নিহত পাবিপ্রবি মরদেহ মরদেহ উদ্ধার যুবকের মরদেহ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর