Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক গলাকাটা কাউসার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০১:১১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১০:০৬

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসার। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কায়সার মাহমুদ বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক।’

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি রাজধানীতে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার করার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, গ্রেফতার কাউসারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাসহ নানা অপরাধে ১২টি মামলা রয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গলাকাটা কাউসার গ্রেফতার টপ নিউজ যুবলীগ

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর