Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০১:৩৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১০:০৬

উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: চীন বাদে অন্য সব দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের সিদ্ধান্তের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুকে পেইজে বার্তাটি জানানো হয়।

বার্তায় ড. ইউনূস বলেন, ‘ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। আমরা আপনার বাণিজ্য নীতির প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

এর আগে, যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর