Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০৮:০০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০৮:১২

এসএসসি ও সমমানের পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল)। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে।

আজ প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া, দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রের আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন; এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৮ হাজার ৫৬ জন এবং ছাত্রী ২ লাখ ৩ হাজার ৬৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন; এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন; এর মধ্যে ছাত্র ৭০ হাজার ১৫০ জন এবং ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন। যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন; এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন।

চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন; এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৯৯৯ জন। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ৮৪ হাজার ১৮ জন; এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ১৬০ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৮৫৮ জন। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৮৭২ জন; এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার ৪১০ জন; এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৪৪৭ জন; এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ১২৫ জন এবং ছাত্রী ৫২ হাজার ৩২২ জন।

বিজ্ঞাপন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন; এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

এদিকে বুধবার (৯ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মতিঝিলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। অপরদিকে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে সরকার। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব বা ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন নেয়। এছাড়া, মোবাইল ফোনসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেন না আসে। সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

কন্ট্রোলরুম

পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী শিক্ষা বোর্ডগুলোর তথ্য সংগ্রহ ও সমন্বয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পাঠাতে ফোন, মোবাইল নম্বর কিংবা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ফোন ও মোবাইল নম্বর: ০২-২২৩৩৫৬৭৮০, ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। ই-মেইল: [email protected]। কন্ট্রোলরুমের দায়িত্বে ২৪ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তি

পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সর্বসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশ আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে।

সারাবাংলা/পিটিএম

এসএসসি পরীক্ষা সমমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর