Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ পালনের প্রস্তুতি সভা

পর্তুগাল থেকে আমিরুল ইসলাম
১০ এপ্রিল ২০২৫ ০৮:২৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৮:৩০

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক।

পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মতো পর্তুগালে বসবাসরত প্রবাসীদের মতামত নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করেছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হকের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ারের সঞ্চালনায় উপস্থিত প্রবাসীরা প্রবাসের মাঠিতে বাংলা নববর্ষ উদযাপনে তাদের সুচিন্তিত মতামত প্রদান করার সাথে সাথে রাষ্ট্রদূতকে ধন্যবাদ দিয়ে বলেন, এই প্রথম প্রবাসীদের মতামত নিয়ে কোনো প্রোগ্রাম আয়োজন করার উদ্দোগে গ্রহণ করা হয়েছে। দূতাবাসের এমন উদ্দোগকে আমরা স্বাগত জানাই।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক বলেন, আমাদের ইচ্ছা সকল স্তরের প্রবাসীদের নিয়ে সার্বজনীন একটি পহেলা বৈশাখ বা বর্ষবরণ উদযাপন করা। দূতাবাসের সাথে প্রবাসীদের সেতুবন্ধন তৈরি করা। আমরা আশা করি আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতায় আমরা সুন্দর একটি বর্ষবরণ উদযাপন করতে পারবো।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের, বর্তমান সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন,প্রচার ও দফতর সম্পাদক হাফিজ আল আসাদ, পর্তুগাল সাহিত্য সংসদের সেক্রেটারি আবুল হোসেন আসাদ, মোরারিয়া বিজনেস ফোরাম নেতা দিদারুল, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন ,সহকারী কনস্যুলেট মোহাম্মদ মনিরুজ্জামান,প্রশাসনিক কর্মকর্তা মো. সাব্বির হোসেনসহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

পর্তুগাল পালন প্রস্তুতি বাংলা নববর্ষ সভা

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর