Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০৮:৪৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:১৯

ঢাকা: বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে লিখিত মতামত জমা দেবে।

প্রতিনিধি দলে থাকবেন দলের ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

ইতিমধ্যে বিএনপি, এলডিপি, বাংলাদেশ এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।

সারাবাংলা/এজেড/এনজে

ইসলামী আন্দোলন ঐকমত্য কমিশন সংস্কার প্রস্তাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর