ট্রাম্পের শুল্ক বিরতির ঘোষণায় ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার
১০ এপ্রিল ২০২৫ ০৯:২৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আরোপিত অধিকাংশ পারস্পরিক শুল্কের ওপর ৯০ দিনের বিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারগুলোতে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি ঘটেছে।
জাপানের নিক্কেই ২২৫ সূচক ৮ শতাংশেরও বেশি বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলের বাজারে এ ঘোষণা একটি স্বস্তিদায়ক প্রভাব ফেলেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বাজারেও এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (৯ এপ্রিল) ওয়াল স্ট্রিটে কয়েকদিনের টালমাটাল পরিস্থিতির পর ঐতিহাসিকভাবে সূচক বৃদ্ধি পেয়েছে।
তবে চীনের জন্য শুল্ক বিরতির সিদ্ধান্ত প্রযোজ্য হয়নি। বরং, দেশটির ওপর আরোপিত শুল্কহার আরও বাড়িয়ে ১২৫ শতাংশ নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন।
এই সিদ্ধান্ত আসে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পরেই।
বিশ্বের অধিকাংশ দেশের জন্য একটি সার্বজনীন ১০ শতাংশ শুল্কহার কার্যকর থাকবে বলে হোয়াইট হাউজ সূত্রে জানানো হয়েছে।
হোয়াইট হাউসে একটি নাসকার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘চীনসহ প্রতিটি দেশের সঙ্গে ন্যায্য বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে আমরা কাজ করছি।’
তবে শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এখনও বিদ্যমান রয়েছে। যদিও বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তারা আগের পূর্বাভাস থেকে সরে এসে আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে।
সারাবাংলা/এনজে