Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, গুজব রোধে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে দীর্ঘ দিনের জন্য দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। অর্থাৎ, পরীক্ষা শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের চারপাশে কোনো ধরনের ফটোকপি মেশিন চালানোর ক্ষেত্রেও কঠোর দিক নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৫-এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের আশপাশের ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগাম বন্যাপ্রবণ এলাকায় পরীক্ষার ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। আর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

বিজ্ঞাপন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ ৯২৮ জন।

সব মিলিয়ে এবার পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী।

সারাবাংলা/জেআর/এনজে

এসএসসি কোচিং সেন্টার পরীক্ষা বন্‌ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর