Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি জাদুতে নাটকীয় প্রত্যাবর্তনে সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ১০:৩৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:০৭

জোড়া গোলের পর মেসির উচ্ছ্বাস

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ১-০ গোলে হেরেছিলেন তারা। দ্বিতীয় লেগের শুরুতেই গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রহর গুনছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে সেখান থেকেই শুরু মেসি ম্যাজিকের। পিছিয়ে পড়েও মেসির জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে মায়ামি।

প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকা লস অ্যাঞ্জেলেস আজ মাত্র ৯ মিনিটের মাথায় লিড নেয়। দুই গোলে পিছিয়ে পড়া মায়ামি তখন যেন রীতিমত দিশেহারা। ঠিক তখনই দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন মেসি।

বিজ্ঞাপন

ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল পায় মায়ামি। বক্সের বাইরে থেকে চিরচেনা সেই বাঁ পায়ের শটে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। দুই লেগ মিলিয়ে তখনো ২-১ গোলে পিছিয়ে মেসিরা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে অ্যাগ্রিগেটে ম্যাচে ফেরে মায়ামি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে বল জালে জড়ান ফেড্রিকো রেডোন্ডো। অ্যাগ্রিগেটে ২-২ এ সমতা ফিরলেও অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে লস অ্যাঞ্জেলেস।

৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত মায়ামির হয়ে জয়সূচক গোল আসে মেসির পা থেকেই। ৮৪ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে মায়ামির জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ম্যাচে ৩-১ ও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে মায়ামি। সেমিতে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস অথবা মেজর সকার লিগের ক্লাব ভ্যাংকুভার হোয়াইটক্যাপস। এই মাসের ২২, ২৩ অথবা ২৪ তারিখে হতে পারে সেমির প্রথম লেগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি লিওনেল মেসি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর