Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৩:০৮

এসএসসি পরীক্ষা শুরু। ছবি: সারাবাংলা

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে একসঙ্গে দুই হাজার ২৯১টি কেন্দ্রে সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী অংশ নিতে ফরম পূরন করেছেন।

এদিকে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

পরীক্ষার রুটিন অনুযায়ী প্রথমদিন বৃহস্পতিবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে।

উল্লেখ্য, এবারও পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন- এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

সারাবাংলা/জেআর/ইআ

এসএসসি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর