Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ১১:৫৭

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের অফিশিয়ালসদের তালিকা প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরুর বাকি আর মাত্র ১০ দিন। এরই মধ্যে দুই দল এই সিরিজকে সামনে রেখে স্কোয়াডও ঘোষণা করেছে। এবার ঘোষণা করা হলো সিরিজের ম্যাচ অফিশিয়ালসদের নামও।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে গড়াবে ২০ এপ্রিল। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবরো ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

বিজ্ঞাপন

২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে হওয়া এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ক্যাটেলবরো। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে গাজি সোহেলকে।

টেস্ট সিরিজের দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।

সারাবাংলা/এফএম

আম্পায়ার বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর