Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শাহজাহান কমর মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১২:৩০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

শাহজাহান কমর।

ঢাকা: দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর মারা গেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বৃহস্পতিবার সকালে কমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী অদ্বৈত মারুত।

শাহজাহান কমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, শাহজাহান কমরের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে বড়লেখার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতুলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে কমর শাহজাহানের সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।

শাহজাহান কমরের মৃত্যুতে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত চেয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সারাবাংলা/পিটিএম/ইআ

সাংবাদিক

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর