চ্যাম্পিয়নস লিগ
মেসিকে ছুঁয়ে রাফিনহার নতুন রেকর্ড
১০ এপ্রিল ২০২৫ ১৪:২৩
এবারের মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে রাফিনহার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই উড়ছে বার্সা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও গোল ও অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বিশাল জয়ের রাতে লিওনেল মেসিকে ছুঁয়ে অনন্য রেকর্ড গড়েছেন রাফিনহা।
লা লিগার পাশাপাশি এবারের চ্যাম্পিয়নস লিগে অদম্য গতিতে ছুটছে বার্সেলোনা। তাদের জয়ের অন্যতম সারথি রাফিনহা। সব টুর্নামেন্ট মিলিয়ে এই মৌসুমে এরই মধ্যে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
ডর্টমুন্ডের বিপক্ষে গত রাতের ম্যাচে বার্সার প্রথম গোলটা আসে তার পা থেকেই। পাউ কুবারসির হেড জালে জড়ানোর আগে রাফিনহা তার পা বলে ছোঁয়ালে লিড নেয় বার্সা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে কাতালানরা। বার্সার দ্বিতীয় ও চতুর্থ গোলে অ্যাসিস্ট ছিল রাফিনহার।
এই গোল ও দুই অ্যাসিস্টে মেসির এক কীর্তিকে ছুঁয়েছেন রাফিনহা। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের রেকর্ড ছিল মেসির। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনহা।
২০১১-১২ মৌসুমে ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট করেছিলেন মেসি। ১৩ বছর পর ১২ গোল ও ৭ অ্যাসিস্টে মোট ১৯ সংখ্যা নিয়ে তার পাশে বসলেন রাফিনহা। এই মৌসুমে এখনো সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে বার্সা। রাফিনহার সামনে তাই থাকছে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
রাফিনহার মতো ক্লাবের হয়ে রেকর্ড গড়েছেন কোচ হ্যান্সি ফ্লিকও। ২০২৫ সালে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৩টি ম্যাচ খেলেছে বার্সা। এখন পর্যন্ত তাদের হারাতে পারেনি কেউই। ১৯ জয়ের পাশাপাশি আছে ৪টি ড্র টানা ২৩ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়লেন ফ্লিক। তিনি ছাড়িয়ে গেছেন ২০১৬ সালে লুইস এনরিকের দলে ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে।
সারাবাংলা/এফএম