Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮২ প্রস্তাবের মধ্যে ১৪৫টিতে একমত ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে দেওয়া ১৮২টি প্রস্তাবের মধ্যে ১৪৫টি প্রস্তাবে একমত পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া ২৬টিতে দ্বিমত পোষণ এবং মৌলিক চারটি প্রস্তাবসহ ৪১টি নতুন প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে লিখিত মতামত জমা দেন ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

প্রস্তাব জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের আশরাফ আলী আকন বলেন, পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে ক্ষমতার ভারসাম্য তৈরি এবং ভবিষ্যত স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য সহায়ক প্রস্তাবে ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে এবং প্রয়োজনীয় নতুন প্রস্তাবনা যুক্ত করেছে।’

তিনি জানান, ইসলামী আন্দোলন প্রস্তাবিত সংস্কারের অধিকাংশের সাথেই একমত পোষণ করেছে। বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, একই ব্যক্তি দল, সরকার ও সংসদ প্রধান না থাকা, ৭০ অনুচ্ছেদের বিলুপ্তির মতো প্রস্তাব যা ভবিষ্যতে স্বৈরতন্ত্র মোকাবিলায় ভূমিকা রাখবে তাতে ঐকমত্য পোষণ করেছে।

বিজ্ঞাপন

আশরাফ আলী আকন বলেন, ‘রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবের সাথেও ইসলামী আন্দোলন একমত তবে রাষ্ট্রের নাম হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তাব করেছে ”ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ”। কারণ এই নামের মধ্যেই জনকল্যাণ নিশ্চিত করার কথা বলা আছে।’

তিনি জানান, বিচার বিভাগীয় ২৩টি প্রস্তাবের মধ্যে ২১টির সাথেই ইসলামী আন্দোলন বাংলাদেশে একমত পোষণ করেছে। এর বাইরে শরীয়াহ কোর্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রমাণিত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আশরাফ আলী আকন বলেন, ‘জনপ্রশাসন বিষয়ে প্রস্তাবিত মোট ২৬টি সংস্কারের মধ্যে ১২টি একমত পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৯টি প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করা হয়েছে আর পাঁচটির সাথে আংশিক একমত পোষণ করা হয়েছে। এরমধ্যে বিশেষ করে প্রদেশিক ও সিটি গভর্নমেন্ট প্রস্তাবের সাথে এবং মেম্বারদের ভোটে চেয়ারম্যান নিয়োগের বিষয়ে দ্বিমত পোষণ করা হয়েছে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট সংশোধনের বদলে পুরো বাতিলের প্রস্তাব করা হয়েছে। প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিয়োগে মন্ত্রীপরিষদ কমিটিরও বিরোধিতা করা হয়েছে।’

তিনি জানান, সংবিধান সংস্কার কমিশনের ৭০ টি প্রস্তাবের মধ্যে ৬১ টি প্রস্তাবে একমত এবং তিনটিতে একমত পোষণ করা হয়নি। ছয়টিতে আংশিক একমত পোষণ করা হয়েছে। নতুন প্রস্তাব এবং মন্তব্য যুক্ত করা হয়েছে ১১টি ও মৌলিক প্রস্তাব চারটি।

আশরাফ আলী আকন বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ২১টি প্রস্তাবে একমত, দুইটিতে দ্বিমত পোষণ করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবের মধ্যে ১২টি প্রস্তাবে একমত, ৯টি একমত পোষণ করা হয় নাই। একটি বিশেষ মূল্যায়নসহ ১৩ টি নতুন প্রস্তাবনা যুক্ত করা হয়েছে।’

তিনি জানান, নির্বাচন সংস্কার কমিশনের ২৭টি প্রস্তাবের মধ্যে ১৮টি প্রস্তাবে একমত, ৯টি একমত পোষণ করা হয় নাই। নতুন প্রস্তাবনা যুক্ত করা হয়েছে একটি। দুদক সংস্কার কমিশনের ২১টি প্রস্তাবের মধ্যে ১৮টি প্রস্তাবে একমত, ৩টিতে একমত পোষণ করা হয়নি। নতুন প্রস্তাবনা পাঁচটি ও সুপারিশ যুক্ত করা হয়েছে তিনটি। পুলিশ সংস্কার কমিশনের ১৫টি প্রস্তাবের সবগুলোতেই একমত পোষণ করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এনজে

ইসলামী আন্দোলন একমত ঐকমত্য কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর