Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পেছাল ২৩৯ বিডিআর জওয়ানের জামিন শুনানি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৪:২৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

ফাইল ছবি

ঢাকা: পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩৯ জন তৎকালীন বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে শুনানি ও মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অসুস্থ থাকায় কোনো শুনানি হয়নি।

আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষী ও ২৩৯ জন বিডিআর সদস্যের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ববর্তী তারিখের মতো আজও বিচারক অসুস্থ থাকায় শুনানি পেছানো হয়েছে। নতুন তারিখ এখনও দেওয়া হয়নি। বারবার শুনানি পেছানোয় সন্দেহ দেখা দিয়েছে জনমনে।

এর আগে, ১৭ মার্চ জামিনের আদেশ ও সাক্ষ্যগ্রহণের জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২৩৯ জনের মধ্যে ১৫০ জনেরও বেশি আসামির জামিনের আবেদন একাধিকবার পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ড-যাবজ্জীবন দণ্ডিতদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই-বাছাই করতে আদালতের কিছুটা বেগ পেতে হচ্ছে।

গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালে জামিনের শুনানি করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। ওই দিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ খান। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

গত ১৯ জানুয়ারি জামিন পেয়েছেন ১৭৮ জন। পরে ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/ইআ

জামিন শুনানি পিলখানা হত্যাকাণ্ড বিডিআর জওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর