Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি না মানলে মার্চ ফর যমুনা কর্মসূচি ঘোষণা বিসিএস প্রার্থীদের

স্টাফ করেসপন্ডন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিসিএস প্রার্থীরা।

ঢাকা: ‎পুলিশি বাঁধার মুখে পিএসসি থেকে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিসিএস প্রার্থীরা। এ সময় নিজেদের দাবি আদায় না হলে মার্চ ফর যমুনা কর্মসূচি ষোষণা করে তারা।

‎বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ কর্মসূচি ষোষণা করে পরিক্ষার্থীরা।

এর আগে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি’র সামনে গণমাধ্যমকর্মীসহ কাউকেই অবস্থান করতে দেয় নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।‎

‎সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের সামনের রাস্তায় পথচারিদেরকেউ দাঁড়াতেই দিচ্ছিল না পুলিশ। এমনকি গণমাধ্যমকর্মীদের সেখানে অবস্থান করতে দেয় নি।

‎উল্লেখ্য, গত কয়েকদিন থেকে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে চলমান রয়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন কর্মসূচি।

‎এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে সরকারি কর্মকমিশনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও, এসময় শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় নি।

‎সারাবাংলা/এনএল/এমপি

পিএসসি বিসিএস প্রার্থী

বিজ্ঞাপন

অভিনেত্রী গুলশান আরা আর নেই
১৫ এপ্রিল ২০২৫ ১৪:১৪

আরো

সম্পর্কিত খবর