দাবি না মানলে মার্চ ফর যমুনা কর্মসূচি ঘোষণা বিসিএস প্রার্থীদের
১০ এপ্রিল ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
ঢাকা: পুলিশি বাঁধার মুখে পিএসসি থেকে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিসিএস প্রার্থীরা। এ সময় নিজেদের দাবি আদায় না হলে মার্চ ফর যমুনা কর্মসূচি ষোষণা করে তারা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ কর্মসূচি ষোষণা করে পরিক্ষার্থীরা।
এর আগে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি’র সামনে গণমাধ্যমকর্মীসহ কাউকেই অবস্থান করতে দেয় নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের সামনের রাস্তায় পথচারিদেরকেউ দাঁড়াতেই দিচ্ছিল না পুলিশ। এমনকি গণমাধ্যমকর্মীদের সেখানে অবস্থান করতে দেয় নি।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে চলমান রয়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন কর্মসূচি।
এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে সরকারি কর্মকমিশনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও, এসময় শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় নি।
সারাবাংলা/এনএল/এমপি