চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ আরও ৩
১০ এপ্রিল ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৭:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিন যুবক গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটা ইউনিয়নের দুইজ্জাখালের লেমু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওয়াইমং মারমা (৩২) উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে আহতরা হলেন— মংয়ে মারমা (৩৫), লাসাথুই মারমা (২৩) ও উসাইমং মারমা (১৭)। তাদের সবার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, তারা নিজেদের লেবু বাগান পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি চালালে ওই চার যুবক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওয়াইমং মারমাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার সারাবাংলাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। একজন মারা গেছে। আরও তিনজন গুলিবিদ্ধ আছে। বিস্তারিত পরে জানানো হবে।’
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার সকালে রাঙ্গুনিয়া থেকে গুলিবিদ্ধ তিন যুবককে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
এদিকে ঘটনাস্থলে থাকা ম্রাসাংথুই মারমা নামে এক যুবক সারাবাংলাকে বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমরা আমাদের লেবু বাগান পাহারা দিচ্ছিলাম। ভোর চারটা বা সাড়ে চারটার দিকে আট থেকে ১০ জন সন্ত্রাসী আমাদের ওপর হঠাৎ গুলি চালায়। তখনও আলো না ফুটায় আমরা ওদের চেহারা ভালো করে দেখতে পারিনি। আমরা তখন যে যেদিকে পেরেছি পালানোর চেষ্টা করেছি। এসময় আমি সামান্য আহত হয়। যিনি মারা গেছেন তিনি আমার ছোট বোনের জামাই। আমরা পাঁচজন লেবু বাগান পাহারা দিচ্ছিলাম।’
সারাবাংলা/আইসি/ইআ