কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা
১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৮
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সদর উপজেলার জিকে কলোনীতে চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় নিহত মো. সুরমান খাঁ (৪৩) ওই কলোনীর বাসিন্দা।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাতটার দিকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় জিকে কলোনীর মোতালেবের বাড়ির থেকে সুরমানের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় তিনি নিহতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। এসপি জানান, ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। দোষী বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
নিহতের ভাতিজা সজল বলেন, কলোনীর হালিম বিক্রেতা হাকিমের বাড়িতে চুরির ঘটনায় আমার চাচা সুরমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এলাকাবাসী জানান, সুরমানকে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত একটার দিকে তুলে নিয়ে যায় হাকিমের লোকজন। এরপর বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে আটকে মারধর করা হয়। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে তাকে আর হাকিমের বাড়ি পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন আরও বলেন, হাকিমের লোকজন সুরমানকে মারধর করেছে, এ ঘটনা এলাকার সবাই দেখেছে। দ্রুত হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
সারাবাংলা/এনজে