Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৬:১৪

পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ

নীলফামারী: জেলার সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদলের এক নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ শাহ রনির বাড়ি থেকে পাওয়া যায়। তিনি ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়িতে এসেছিলেন এবং ঘটনার দিনই তার ঢাকায় ফেরার কথা ছিল।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে আরিফ শাহ রনি জানান, সকাল বেলায় তার মা বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো একটি লাল-সাদা রঙের পলিথিন ব্যাগ দেখতে পান। সন্দেহবশত তিনি ব্যাগটি ছেলেকে দেখালে তাতে দেখা যায়, পাঁচটি পেপসি কোলার কাঁচের বোতলের মাথায় কাপড়ের সলতে লাগানো রয়েছে। বিষয়টি স্থানীয়দের দেখানোর পর রনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে বোতলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

রনি অভিযোগ করে বলেন, এটি সম্পূর্ণরূপে একটি সাজানো ঘটনা। আমাকে এবং আমার রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল এই কাজ করেছে। আমি মনে করি স্থানীয় আওয়ামী লীগের কিছু দোসর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রনির মা আফরোজা বেগম বলেন, সকালে গেইট খোলার সময় প্রথম ওই ব্যাগটি দেখতে পাই। কী আছে জানতাম না, তাই ছেলেকে ডেকে দেখাই। পরে বুঝি এগুলো বিপজ্জনক কিছু হতে পারে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন যারা অতীতে আগুন সন্ত্রাসসহ নানান অপকর্ম করেছে, তারাই এখন রনিকে টার্গেট করে এমন ঘটনা ঘটিয়েছে। তারা সৈয়দপুরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে চায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, বোতলাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা বেগমের স্বামী আনোয়ার হোসেন বলেন, চিৎকার শুনে আমরা রনির বাড়িতে গিয়ে দেখি একটি পলিথিন ব্যাগে পাঁচটি কাঁচের বোতল রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

তবে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, এটি গুরুতর কোনো বিষয় নয়। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি।

সারাবাংলা/এইচআই

নীলফামারী পেট্রোল বোমা উদ্ধার বোমা উদ্ধার স্বেচ্ছাসেবকদল