লুট হওয়া সব অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০ এপ্রিল ২০২৫ ১৬:৪১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৭:০৪
সিলেট: দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি। তবে অস্ত্র উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বলেন, ‘ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।’
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এসব ঘটনার ক্ষেত্রে সংবাদকর্মীদের সত্যি ঘটনা তুলে ধরারও আহ্বান জানান তিনি ‘
পুলিশের নানা সংকট রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ অনেক গাড়ি নষ্ট হয়েছে, থানা ফাঁড়ি পুড়ে গেছে। একটাও নতুন গাড়ি এখন পর্যন্ত কেনা সম্ভব হয়নি। তবে সবকিছুই আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।’
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে থানায় লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
পরে সিলেট থেকে তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। সুনামগঞ্জে নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সারাবাংলা/এসআর