নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
১০ এপ্রিল ২০২৫ ১৭:০১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:০৪
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় মো. বাবর হোসেন দিদার (১৯) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইস গেইট খাল সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবর হোসেন দিদার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার মো. সেলিমের ছেলে।
নিহতের খালাতো ভাই মো. রাজীব বলেন, বুধবার (৯ এপ্রিল) ১০টার পর থেকে দিদার নিখোঁজ ছিল। রাত ৩টার দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে অপরিচিত এক ব্যক্তি রিসিভ করে জানায় ফোনটি সোনাপুর জিরো পয়েন্টে রাস্তার ওপর পাওয়া গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে দিদার তার অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
দুপুর ১টার দিকে এক নারী শাক তুলতে গিয়ে দিদারের মরদেহ পড়ে থাকতে দেখেন। একই সময়ে দিদারের বোনেরা ভাইয়ের নিখোঁজের বিষয়ে সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর পায়।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এবিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
সারবাংলা/এসআর