Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সুইমিং পুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

ওয়াটার ভ্যালী অ্যান্ড রেস্টুরেন্টের সুইমিং পুল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সুইমিং পুলের পানিতে ডুবে সোয়াদ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল প্রায় সাড়ে সাতটায় নিহত শিশুটির বাড়ির পাশেই সদর উপজেলার জগন্নাথপুরের বাহাদুর পাড়ায় ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালী অ্যান্ড রেস্টুরেন্টের সুইমিং পুলে ভেসে থাকতে দেখেন শিশুটির স্বজনেরা।

নিহত শিশুটি ঠাকুরগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শান্তিনগর এলাকার রেজাউল করিমের ছেলে।

বিজ্ঞাপন

শিশুটির স্বজনেরা জানান, সোয়াদের মানসিক সমস্যা রয়েছে। সে প্রায় ঐ সুইমিং পুলে গোসল করতে যেত। আজ সকাল সাড়ে ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল সোয়াদ। কিছুক্ষণ পরে আমরা তাকে খোঁজাখুঁজি করে ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালী অ্যান্ড রেস্টুরেন্টের সুইমিং পুলে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্য মতে, সুইমিং পুলের নিয়ম অনুসারে সকাল ৯-১০ টার মধ্যে জনসাধারণের জন্য খোলা হয়। তার আগে এতো সকালে কিভাবে শিশুটি ভিতরে ঢুকল এ নিয়ে অনেক প্রশ্ন স্থানীয়দের। ক্যামেরার সামনে না আসতে ইচ্ছুক এ রকম অনেকেই প্রশ্ন তুলেছেন ভ্যালীর সিকিউরিটির বিষয়ে।

এ বিষয়ে তদন্তে যাওয়া ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল জানান, আমরা ঘটনাস্থলে এসে দেখি নিহত শিশুটিকে তার স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। প্রাথমিক যে তথ্য সেগুলো নেওয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

ঠাকুরগাঁও পানিতে ডুবে শিশুর মৃত্যু শিশুর মৃত্যু সুইমিং পুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর