ঢাকায় শিলাবৃষ্টি, জনজীবনে প্রশান্তি
১০ এপ্রিল ২০২৫ ১৮:০৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৫২
ঢাকা: রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি হয়ে গেলো। দিনভর রোদের প্রখরতা শেষে সন্ধ্যার বৃষ্টি যেন জনজীবনে প্রশান্তি এনে দিয়েছে। যদিও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস ছিল।
দেশের ছয় বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো। যে কারনে সারাদিন তীব্র গরম অনুভব হয়েছে। দিন শেষে ঝড়োহাওয়ার সঙ্গে বৃষ্টি যেন জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। এসময় বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়তে দেখা যায়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবারও বৃষ্টিপাত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রী সে. পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সারাবাংলা/জেআর/এমপি