ভুয়া প্রজ্ঞাপনের বিষয়ে সর্তক থাকার আহ্বান জনপ্রশাসন মন্ত্রণালয়ের
১০ এপ্রিল ২০২৫ ১৮:২৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৫২
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম দিয়ে নিয়োগ, পদায়ন, বদলির প্রজ্ঞাপন জারি করে প্রতারণা করার চেষ্টা করছে একটি চক্র। এই প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার সই জাল করে ভূয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যকে একটি চক্র প্রতারণা করার চেষ্টা করছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সব নিয়োগ, পদায়ন, বদলী সংক্রান্ত আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনো নিয়োগ, পদায়ন ও বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো ধরনের যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সারাবাংলা/জেআর/এমপি