ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ‘দায়িত্বজ্ঞানহীন’: মিশরের গ্র্যান্ড মুফতি
১০ এপ্রিল ২০২৫ ১৮:৪১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:৪২
সম্প্রতি বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত। তবে এবার মিশরের গ্র্যান্ড মুফতি শেইখ নজির আয়াদ সেই আহ্বানকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও শরিয়ার নীতিমালার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
মিডলইস্ট আইয়ের প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মিশরে ধর্মীয় মতামত জারি করার সর্বোচ্চ কর্তৃপক্ষ শেইখ নজির আয়াদ ফতোয়াটি প্রত্যাখ্যান করে বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সত্তার শরিয়া নীতি লঙ্ঘন করে এই ধরনের নাজুক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া জারি করার অধিকার নেই।
তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড সমাজের নিরাপত্তা এবং মুসলিম রাষ্ট্রের স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় তাদের সমর্থন করা একটি ধর্মীয়, মানবিক এবং নৈতিক কর্তব্য। তবে, এই সহায়তা এমনভাবে দেওয়া উচিত যা সত্যিকার অর্থে ফিলিস্তিনি জনগণের স্বার্থের জন্য কাজ করে। এমন কোনা এজেন্ডা বা বেপরোয়া উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য নয় যা ফিলিস্তিনিদের জন্য আরও ধ্বংস, স্থানচ্যুতি এবং বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।
এর আগে, ইউসুফ আল-কারযাভীর নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছিলেন।
কারদাঘি বলেন, গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে (ইসরায়েল) সমর্থন করা নিষিদ্ধ, তা সে যে ধরনের সমর্থনই হোক না কেন। এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা স্থল, জল বা আকাশপথে সুয়েজ খাল, বাব এল-মান্দেব ও হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক জলসীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহণকে সহায়তা করা নিষিদ্ধ।
সারাবাংলা/এইচআই
ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ গাজায় গণহত্যা মিশরের গ্র্যান্ড মুফতি শেইখ নজির আয়াদ