Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক রফতানিতে বিশ্বে শীর্ষে উঠতে প্রস্তুত বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৮:৪৭

কোরিয়ান ইপিজেড’র প্রতিষ্ঠাতা কিয়াক সুং। ছবি: সংগৃহীত

ঢাকা: কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রফতানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত। বাংলাদেশ বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক অধিবেশনে ২০২৫ সালের বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি ‘বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

কিয়াক সুং বলেন, ‘শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নত ও হাতে তৈরি সূতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে।’ তিনি নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গুদামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘এগুলো কাঁচামালের দ্রুত প্রাপ্তি নিশ্চিত করবে। ফলে নির্মাতারা আরও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রফতানি করতে পারবেন।’

সাম্প্রতিক বাণিজ্য উন্নয়নের বিষয়ে মন্তব্য করে সুং বলেন, ‘ট্রাম্প-যুগের শুল্ক নীতির তিন মাসের স্থগিতাদেশ কিছুটা স্বস্তি এনেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।’ ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি মূল্য সংযোজন উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কিয়াক সুং সতর্ক করে বলেন, ‘আমাদের উচ্চমূল্যের পোশাক উৎপাদনের ওপর মনোযোগ দিতে হবে। অন্যথায়, প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

বিজিএমইএ’র প্রশাসক ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।

সারাবাংলা/পিটিএম

কিয়াক সুং পোশাক রফতানি বাংলাদেশ শীর্ষ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর