বাণিজ্য নির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
১০ এপ্রিল ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২০:৫৪
বৃহম্পতিবার রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার ‘এরহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এর নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারের সঙ্গে বৈঠক করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন ও বাণিজ্য নির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।
বৃহম্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার ‘এরহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এর নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সবুজ শিল্প খাতে বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে
টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে নতুন সমাধান অনুসন্ধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উভয়পক্ষ।
বৈঠকে বিভিন্ন উন্নত দেশের সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রিজওয়ানা হাসান বলেন, বিকল্প রফতানি ও পরিবহন রুট গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্বায়ত্তশাসন আমাদের টিকে থাকার প্রধান উপায়।
রফতানিকারক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনার আহ্বান জানান তিনি।
ইআইএফ এর নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারী বলেন, বাণিজ্য ও পরিবেশ নীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশ করতে পারে। ইআইএফ সহায়তাপ্রাপ্ত দেশ গাম্বিয়ায় বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা ও টেকসই শিল্প উন্নয়নের বিনিয়োগ প্রস্তাব তৈরি হয়েছে।
তিনি বলেন, তৈরি পোশাকসহ প্রধান রফতানি খাতে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। রফতানিমুখী শিল্প স্থাপনা দ্রুত তৈরি করার তাগিদ দিয়ে তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্যনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য অংশীদারত্ব বৈচিত্র্যময় করা জরুরি।
সারাবাংলা/এফএন/আরএস