Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব আদায়ে যৌক্তিকভাবে কর হার বাড়বে বাজেটে: এনবিআর চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২০:৫৪

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় রাজম্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এবারের বাজেট হবে সিগনিফিকেন্ট, ব্যবসাবান্ধব বাজেট। বাজেট লাফিয়ে লাফিয়ে বাড়ে, এবার তেমনটি হবে না। আগামী বাজেটে ঘাটতি থাকবে, কিন্তু যাতে মূল্যস্ফীতি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। রাজস্ব আদায়ে যৌক্তিকভাবে বাড়ানো হবে কর হার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ব্যবসা ও শিল্পবান্ধব করতে আয়কর বিষয়ক ১৯টি, ভ্যাট বিষয়ক ৪০ ও শুল্ক বিষয়ক ৫৫টি প্রস্তাবনা দেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

দেশের উন্নয়নে রাজস্ব আহরণের চাপ বাড়ছে- উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘গত অর্থবছরে ৪৫ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যার মধ্যে ৩০ লাখ করদাতা শূন্য রিটার্নধারী। বাকী ১৫ লাখ কারদাতা থেকে রাজস্ব আদায় করা হয়েছে। এত কম সংখ্যক লোকের থেকে রাজস্ব আদায়ের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। যারা রিটার্ন দিচ্ছে না, জরিপের মাধ্যমে তাদের নোটিশ দেয়া হচ্ছে। পরবর্তীতে তাদের ব্যাংক হিসাব তলব করা হবে।’

তিনি বলেন, জনগণের দাবি রাজস্বটা সঠিক জায়গায় ব্যয় করা। প্রান্তিক জনগণের কাছে আমরা সরকারের সেবা পৌঁছাতে পেরেছি। দেশটা একটা পরিবারের মতো। আমাদের যৌক্তিকভাবে কর বাড়াতে হবে।’

ভ্যাট-ট্যাক্স প্রদান আরও সহজ করা হচ্ছে- জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন অনিয়ম হওয়ায় কিছুটা জটিল হয়েছে। তবে সহজ করা হয়েছে অনেক ক্ষেত্রে। আগে তো ট্যাক্সের জন্য সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন আর সেই সমস্যা নেই। এখন কোথাও যাওয়া লাগে না, কোনো ব্যাংকে যাওয়া লাগে না। আপনি ইচ্ছে করলে ব্যাংকে গিয়েও দিতে পারেন, আবার অনলাইনে বসেও ট্যাক্স দিয়ে দিতে পারেন। ট্যাক্স দিয়ে চালানটা নিয়ে গেলেই সার্ভিসটা পাওয়া যাবে, এই ব্যবস্থা যদি করতে পারি, তাহলে টাকা কালেকশনের ঝামেলাটা আর থাকবে না। পৃথিবীর সকল জায়গায় রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা হওয়াটা উচিৎ ডিরেক্ট, ইনডিরেক্ট হলেই নানা ঝামেলা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, অটোমেশনে অনেকে আসতে চায় না। তবে এবার অনলাইনে আয়করে ব্যাপক সাড়া পেয়েছি। ১৫ লাখ ৩০ হাজার অনলাইন রিটার্ন পেয়েছি। বন্ডে ব্যাপক সমস্যা আছে। আমরা পুরোপুরি অটোমেশন করতে চাই। কাউকে সরকারি অফিসে যেতে হবে না। নতুন জুতো পড়লে প্রথমে পায়ে সমস্যা হয়, পরে ঠিক হয়ে যায়। ভ্যাটের রিটার্ন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেব। অনলাইনে দিলে সিল আনার পদ্ধতি বাতিল করেছি। ভ্যাট ও আয়করে অডিট সিলেকশনে ব্যক্তি জড়িত থাকবে না। তাহলে কেউ প্রতারণা করতে পারবে না। রিফান্ড দেওয়া-নেওয়ার মধ্যে হয়রানি আছে। আমরা এটা অটোমেশন করতে চাই।

ব্যবসায়ীদের ‘রিয়েল হিরো’ উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, দেশের জন্য কর্মসংস্থান করছেন তারা রিয়েল হিরো। সরকার তো মাত্র ১৫ লাখ মানুষকে চাকরি দিয়েছে। বাকি চাকরি বেসরকারি খাতে। আমাদের সবাই মিলে দেশকে সুশৃঙ্খল করতে হবে। বড় বড় ভুল শুধরে নিতে হবে। দফায় দফায় জীবন দিতে হয়- এমন জাতি কম আছে। জুলাই অভ্যুত্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। সভায় উইমেন চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, রাঙামাটি ও কক্সবাজার চেম্বারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, মেশিনারিজের ক্ষেত্রে বড় অঙ্কের ভ্যাট-ট্যাক্স দিতে হচ্ছে। আমদানি রফতানি আরও সহজ করতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশের এখনও ৫৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ভ্যাটকে সহনীয় পর্যায়ে এনে জনসাধারণের যাতে সুবিধা হয় সে ব্যবস্থা নেওয়া হোক। সরাসরি যেসব ট্যাক্স আছে সেগুলো কমিয়ে আনা হোক।

বিজিএমইএ’র সাবেক প্রথম সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, অডিটকে কত সহজভাবে করা যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে এ আলোচনা যাতে আমলে নেওয়া হয়। বিগত বছরগুলোতে আলোচনা হলেও এর প্রতিফলন বাজেটে দেখা যায়নি।

চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এরশাদ উল্লাহ বলেন, গত ১৫ বছর এ চেম্বারে গঠনমূলক কিছু হয়নি। আমি মনে করি, আগামী বাজেট গণমুখী হবে। চট্টগ্রাম চেম্বারের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে হবে। এইচএসকোড নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। এগুলো সমাধান করতে হবে।

সারাবাংলা/আরডি/আরএস

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রাক-বাজেট আলোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর