Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ভোটারদের তথ্য আপলোডে সময় বাড়ল ২০ এপ্রিল পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৪৯

নির্বাচন কমিশন লোগো

ঢাকা: চলমান নতুন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমের তথ্য আপলোডের সময়সীমা আরও ৯ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার (১১ এপ্রিল) পর্যন্ত এ সময় নির্ধারণ থাকলেও তা বাড়িয়ে ২০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর মাঠ কর্মকর্তাদের দেওয়া এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সফটওয়্যারের সাহায্যে নতুন ভোটারের তথ্য (ডাটা) আপলোডের সময়সীমা নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

ইসি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে তথ্য সংগ্রহে ধীরগতি, কারিগরি জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগজনিত অনেক স্থানে নির্ধারিত ১১ এপ্রিলের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করা সম্ভব হয়নি। এ পরিপ্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির এক কর্মকর্তা জানান, নতুন ভোটারদের সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে এবং কোনো নাগরিক যেন বাদ না পড়ে, সেজন্য সময়সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই সব তথ্য আপলোড সম্পন্ন করেন।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

 

সারাবাংলা/এনএল/এসআর

ইসি নতুন ভোটার নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটা ভোটার তালিকা হালনাগাদ ভোটারদের তথ্য আপলোড

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর