সাবেক চিপ হুইপের ভাইয়ের কারাদণ্ড
১০ এপ্রিল ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২০:৫৪
পটুয়াখালী: চেক ডিজওনার সংক্রান্ত মামলায় সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজের ছোট ভাই এ.কে.এম ফরিদ মোল্লাকে এক বছর কারাদণ্ড ও এক কোটি আশি লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পটুয়াখালী সিনিয়র যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী এ.টি.এম মোকাম্মেল হোসেন প্রো. মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী। অন্যাদকে আসামি এ.কে.এম ফরিদ মোল্লা একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। ব্যবসায়ী সুবাদে বাদীর নিকট থেকে বিভিন্ন সময়ে এক কোটি আশি লাখ টাকা টাকা নেন। পরে আসামি টাকা পরিশোধে টালবাহানা করে। একপর্যায়ে আসামি পটুয়াখালী আইনজীবী সমিতির কেন্টিনে উভয়পক্ষের উপস্থিতিতে ২০১৯ সালের ২২ ডিসেম্বর এক কোটি আশি লাখ টাকার নিজ সইয়ে একটি চেক দেন। চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে চেক ডিসঅনার হয়। পরবর্তীতে টাকা পরিশোধে আসামিকে লিগ্যাল নোটিশ দিলে টাকা পরিশোধে অস্বীকার করেন।
এ ঘটনায় এ.টি.এম মোকাম্মেল হোসেন ২০২০ সালে বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে টাকা আদায়ে ফরিদ মোল্লাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, রায় সম্পর্কে আমি জানি না। আমি অনেক আগেই এ মামলা ছেড়ে দিয়েছি।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন সুজন বলেন, মামলার রায় আইনানুগ হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/এইচআই