৪৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষা স্থগিত
১০ এপ্রিল ২০২৫ ২০:০০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৪৯
ঢাকা: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মে ও জুন মাসে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পরীক্ষার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে রয়েছেন, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
পিএসসি আরও জানিয়েছে, আগামী ১৬ জুনের পর যথাসম্ভব দ্রুত তাদের নতুন সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে রয়েছেন একদল চাকরিপ্রার্থী। আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে গত পাঁচ দিন ধরে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের পর নির্বাচন কমিনের সামনে ফুটপাতে অবস্থান নেয়। সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন।
এর পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে প্রথমে তাদের সঙ্গে যৌথবাহিনী উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় যৌথবাহিনী। এ সময় আহত হন কয়েকজন শিক্ষার্থী।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জরুরি সভায় বসে পিএসসি। সভা শেষে ৪৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায়।
সারাবাংলা/এনএল/পিটিএম