Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২০:১৫

সাংবাদিক এসএম মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

খুলনা: জেলার রূপসায় সাংবাদিক এসএম মাহবুবুর রহমানকে দেখে নেওয়ার হুমকি’র অভিযোগ উঠেছে রূপসা ঘাটের টোল ঘরের ম্যানেজার জাহিদের বিরুদ্ধে।

বুধবার (৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই সাংবাদিক। তিনি রূপসা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকায় খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, ‘রূপসা ঘাটের টোল আদাযের নানা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে গত চব্বিশ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে টোল কাউন্টারে যায়। সেখানে ভিডিও সাক্ষাৎকার নিতে গেলে টোল কাউন্টারের ম্যানেজার জাহিদ অসৌজন্যমূলক আচরণসহ খারাপ ব্যবহার করে। পরবর্তী সময়ে আমি ঘাট ইজারাদার আলী আকবরের সঙ্গে দেখা করে তার সাক্ষাৎকার নিয়ে চলে আসি। সাক্ষাৎকারটি ওইদিনই আমার ফেসবুকে আপলোড দিই। এছাড়া, গতকাল ৯ মার্চ দুপুরের দিকে আমার পেজে ওই ম্যানেজারের অসৌজনামূলক আচরণের আট সেকেন্ডের ভিডিও আপলোড করি। এ ঘটনার পর সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ঘাট ম্যানেজার জাহিদ আমার হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে কল করে ৬ মিনিট কথা বলে।

তিনি আরও বলেন, ‘জাহিদ ফোন করে আমার সঙ্গে বেশি রাগান্বিত হয়ে কথা বলেন। তিনি বলেন, আমি কার পারমিশন নিয়ে তার ভিডিও করেছি এবং ভিডিও ধারণ করার সময় পরিচয়পত্র দেখায়নি কেন। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা না শুনে আমাকে দেখে নেবে বলে হুমকি দিতে থাকে। এমনকি থানার ওসিকে দিয়ে আমাকে শায়েস্তা করবে বলে হুমকি দেয়। ছয় মিনিট কথা বলার পর ইন্টারনেট সমস্যায় লাইন বিচ্ছিন্ন হযে যায়। এর কিছুক্ষণ পর সে সাড়ে সাতটায় ফের কল করে বলে, আমি কল কেন কাটলাম। এই বলে রীতিমতো আমাকে শাসাতে থাকে। এক পর্যায়ে আমার ওপর হামলা ও মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিতে থাকে। দ্বিতীয়বার কল করে চার মিনিট আমার সঙ্গে কথা বলে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে বিকেল ৪টা ৫৬ মিনিটে অভিযুক্ত ম্যানেজার জাহিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

খুলনা সাংবাদিক হুমকি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর