Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২০:১৯

বিজিবি-বিএসএফ’র সাক্ষাৎ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টা থেকে ১২ট ২০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর জেলার সদর থানার ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর ভারতের অভ্যন্তরে বিএসএফ নবচন্দ্রপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাতে বিজিবি’র পক্ষে ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ৯ জন সদস্য এবং বিএসএফের পক্ষে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিনয় কুমার ও স্টাফ অফিসারসহ ৮ জন সদস্য সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

সৌজন্য সাক্ষাতের শুরুতে উভয় পক্ষ ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর উভয় ব্যাটালিয়ন কমান্ডার সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারীর বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরি করার লক্ষে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন।

এ ছাড়াও, সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা সম্মত হন।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪ সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারগুলো যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারা উপস্থিত ছিলেন। শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে আন্তরিক ও সদ্ভাবপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

সারাবাংলা/এইচআই

চুয়াডাঙ্গা সীমান্ত বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর