Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্ত্রীর অস্ত্রোপচারের আগের দিন আওয়ামী পুলিশ আমাকে নিয়ে যায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২০:৫৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

সস্ত্রীক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে অবস্থান করা মির্জা ফখরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বৃহস্পতিবার লিখেছেন— ‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের সবকিছু। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।’

‘তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়।’

তিনি লিখেছেন, ‘আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।’

বিজ্ঞাপন

‘আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন।’

তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে, আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে। আপনাদের দোয়া এবং শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৬ এপ্রিল তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এজেড/এইচআই

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর