সীতাকুণ্ডে যুবককে কুপিয়ে খুন
স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২২:১৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০০:০৭
১০ এপ্রিল ২০২৫ ২২:১৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০০:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। ওই যুবক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন (৩৫) মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, সন্ধ্যার দিকে গুপ্তাখালী এলাকায় একটি কারখানায় ব্যক্তিগত কাজে গিয়েছিলেন মুসলিম। কাজ শেষে কারখানা থেকে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/আরডি/পিটিএম