Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সাবেক এমপি মোরশেদ আলমসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২৩:১৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১২:৪০

সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম

নোয়াখালী: নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমসহ ৮৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।

এর আগে, বুধবার (৯ এপ্রিল) রাতে সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির এ মামলাটি দায়ের করেন। এ নিয়ে সাবেক এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে সেনবাগ থানায় চারটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

এ মামলার আসামিরা হলেন— নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ও এমপির ছেলে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু নাছের ভিপি দুলাল, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভিরসহ ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০ জনসহ ৮৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার সময় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর ইদ্রিস মাস্টারের পুরাতন বাড়ির পূর্ব পাশে রাস্তার ওপর সাবেক এমপি জয়নাল আবেদীন ফারুক দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় কল্যান্দি বাজার হইতে যাত্রা শুরু করেন এর পর তিনি সাহাপুর এলাকার প্রবেশ করার মুহূর্তে পূর্ব পরিকল্পিতভাবে ১ ও ২ নম্বর আসামির হুকুমে অপরাপর এজাহারভূক্ত ও অজ্ঞাতনামা আসামিরা চাপাতি, পিস্তল, লোহার রড, হকিস্টিক, লাঠি নিয়ে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জয়নুল আবদিন ফারুকের পথ রোধ করে এবং ককটেল ও হাত বোমা বিস্ফোরণ করে। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তারা প্রচার প্রচারনায় কাজে বাধা দেন ও বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুককে হত্যার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

নোয়াখালী মামলা মোরশেদ আলম হত্যা চেষ্টা মামলা