Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লা থানা নাগরিক কমিটির সদস্য বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ০০:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০৩:৩২

জাতীয় নাগরিক কমিটি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শ পরিপন্থি কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এক নারী সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নারী সদস্যের নাম দিলশাদ আফরিন।

বৃহম্পতিবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন। গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেনের সই করা এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, ‘এই পত্রের মাধ্যমে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব জনাব আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এদিকে বহিষ্কারের বিষয়ে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে দল থেকে বহিষ্কার করে।’

তিনি আরও বলেন, ‘আফরিন জাতীয় নাগরিক কমিটির শহিদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহিদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থানা বহিষ্কার সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর