Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করল দূতাবাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ০০:১৬

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

ঢাকা: ইতালিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয়। দেশটির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ইতালিয়ান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন।

রোম দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, রাষ্ট্রদূত রকিবুল হক এবং দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো।

অনুষ্ঠান উপলক্ষ্যে রোমের মেয়রের পক্ষ থেকে প্রেরিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। মেয়রের বাণীতে রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয় উঠে আসে। তিনি সমাজে প্রবাসী বাংলাদেশিদের আরও গভীরভাবে একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক এবং সক্ষমতার বিষয় উল্লেখ করেন। তিনি ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য সকলকে আহ্বান জানান।

বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো তার বক্তব্যে বাংলাদেশ-ইতালি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তার বক্তব্যে বর্তমান সরকারের সঙ্গে ইতালি সরকারের সুসম্পর্ক, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরগুলোর কথা উঠে আসে। বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ-ইতালির সহযোগিতা, শ্রম বাজারের চ্যালেঞ্জ দূর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং বাংলাদেশ কর্নারে বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্য বিদেশিদের সামনে ফুটিয়ে তোলা হয়। ইতালি প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে যন্ত্রসংগীতের সঙ্গে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা করা হয়।

সারাবাংলা/জেআর/এইচআই

ইতালি মহান স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর