ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলের নাম পরিবর্তন করা হবে: সংস্কৃতি উপদেষ্টা
১১ এপ্রিল ২০২৫ ০৮:২৪
ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলের’ নাম পরিবর্তনের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, ‘আমাকে এখানে জানানো হয়েছে আমার মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল আছে। আমার নিজের কাছেই শব্দটা ভালো লাগে নাই; আমি শব্দটা উচ্চারণ করি না। আশা করি আমরা যাওয়ার আগে এটা (সেলের নাম) পরিবর্তন করে যেতে পারব।’
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারে আয়োজিত বিজু মেলায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। যত জাতিগোষ্ঠী আছে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে। আমরা যেন সবাই মিলে চলতে পারি।’
বিজু উৎসব উপলক্ষে গত বুধবার (৯ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী বিজু মেলা আয়োজন করেছে ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ঢাকায় এবারই প্রথম বিজু মেলার আয়োজন হল।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বিজু মেলা। মেলার ২৫টি স্টলে থাকছে পাহাড়ের বিভিন্ন উপকরণ আর পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার। এছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সারাবাংলা/এফএন/এনজে