Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ২০২৫
যে কারণে পিএসএলে নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার বশ

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫ ০৮:৩৮

পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ বশ

নিলামে দল পেয়েও আইপিএলে খেলার জন্য শেষ মুহূর্তে পিএসএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার কোরভিন বশের ওপর থেকে নিষেধাজ্ঞা আসতে চলেছে, সেটা আঁচ করা যাচ্ছিল তখনই। অবশেষে হুট করে পিএসএল থেকে সরে দাঁড়ানোয় এক মৌসুমের জন্য নিষিদ্ধ হলেন বশ।

এবারের পিএসএলের নিলামে পেশওয়ার জালমির হয়ে খেলার কথা ছিল বশের। তবে আইপিএলের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নেওয়ার দোটানায় পড়েন তিনি। দুই টুর্নামেন্ট একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় যেকোনো একটিকে বেছে নিতে হতো তাকে। বশ শেষ পর্যন্ত বেছে নিয়েছেন আইপিএলকেই।

বিজ্ঞাপন

নিলামে দল পাওয়ার পরেও যৌক্তিক কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বশের ওপর চটেছে পিএসএল কর্তৃপক্ষ। তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের পিএসএলে বশকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তারা।

পিসিবির প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, পিএসএল থেকে সরে আসার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন বশ, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ক্ষমাপ্রার্থী। পেশওয়ার ও পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি নিজের সিদ্ধান্তে নিজেই হতাশ। এই সিদ্ধান্তের দায় শুধুই আমার নিজের। আমি ফ্র্যাঞ্চাইজিকে হতাশ করেছি। তাই আমি এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিয়েছি। এটা আমার জন্য বড় একটা শিক্ষা।’

আইপিএলের জন্য পিএসএল ছাড়লেও এখনো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামা হয়নি বশের। আজ রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের পিএসএলের।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ কোরভিন বশ নিষিদ্ধ পিএসএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর