নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৬
১১ এপ্রিল ২০২৫ ০৮:৫০ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:২১
নিউইয়র্ক সিটির হাডসন নদীতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিউইয়র্ক হেলিকপ্টার্স-এর চার্টার্ড বেল ২০৬ হেলিকপ্টারটি বিকেল ৩টা ১৭ মিনিটে লোয়ার ম্যানহাটনের কাছাকাছি হাডসন নদীতে পড়ে যায়। এটি ওয়াল স্ট্রিট হেলিপোর্ট থেকে উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর জর্জ ওয়াশিংটন ব্রিজ পর্যন্ত পৌঁছে আবার দক্ষিণমুখে মোড় নেয় এবং এরপরই দুর্ঘটনাটি ঘটে।
হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও স্পেনের বার্সেলোনা থেকে আসা পাঁচ সদস্যের একটি পরিবার ছিল।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং যাত্রীদের জন্য শোক প্রকাশ করছি।’
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটি তদন্ত করছে।
জার্সি সিটি মেডিকেল সেন্টারে আহতদের নেওয়া হলেও কেউ বেঁচে ছিল না বলে জানিয়েছেন জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলোপ। তিনি বলেন, ‘আমরা বহুদিন ধরেই হাডসন নদীর ওপরে অতিরিক্ত বিমান চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছি। এই দুর্ঘটনা হয়তো আমাদের নিরাপত্তা দাবি আরও জোরালো করবে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।
হেলিকপ্টারটি দুর্ঘটনার সময় পেছনের রটার ও প্রধান ব্লেড ছাড়া নদীতে উলটোভাবে আছড়ে পড়ে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা হেলিকপ্টারটিকে হাডসন নদীর জার্সি সিটি অংশের ৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পানিতে উলটো অবস্থায় খুঁজে পান।
সারাবাংলা/এনজে