Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় উত্ত্যক্তের জেরে দুই এলাকার সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ০৯:১৬

দুই এলাকার সংঘর্ষের চিত্র। ছবি: সংগৃহীত

গাইবান্ধা: গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা সীমান্তের দুই থানার মোড়ের দু’পাশের বাসিন্দাদের মাঝে গত ৫ দিন ধরে বিরাজ করছে চরম উত্তেজনা। মাইকে ঘোষণা দিয়ে দু’পাশের অব্যাহত সংঘর্ষে ঘটেছে ককটেল বিস্ফোরণ।

জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও চিলমারীর রমনা ইউনিয়ন বাসিন্দাদের মাঝে ঘোষণা দিয়ে দফায় দফায় চলছে ব্যাপক সংঘর্ষ। এতে হামলা, লুটপাট, ককটেল বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষে নারী ও শিশু মিলে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রমনা ইনিয়নের পাত্রখাতা গ্রামের আলমগীর হোসেন (৪৮) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য স্থানে চিকিৎসা নিচ্ছেন। রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকাসহ স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তারা বলেন, গত শনিবার (৫ এপ্রিল) বিকেলে রমনা ইউনিয়নের পাত্রখাতা গ্রামের কয়েকজন মেয়ে হরিপুর তিস্তাব্রিজ পয়েন্টে বেরাতে গেলে স্থানীয় ডাঙ্গারচর এলাকার আ. কাদেরের ছেলে মমিন (১৮), ফরহাদের ছেলে সুমন (১৭) ও আ. রাজ্জাকের ছেলে পায়েল (১৯) মেয়েদের আপত্তি উপেক্ষা করে মোবাইলফোনে ছবি তুলে উত্ত্যক্ত করতে থাকে। তারা (মেয়েরা) তাৎক্ষণিক উপস্থিত অন্যান্য দর্শনার্থীদেরকে বিচার দেন। এনিয়ে শুরু হয় উত্তেজনা। বিরাজমান এ উত্তেজনা দীর্ঘরূপ নেয়।

খবর পেয়ে কুড়িগ্রাম ও গাইবান্ধা ক্যাম্পের সেনাবাহিনী, পুলিশ, উভয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় মেয়েদের ছবি তোলায় ঐ ৩ জনকে আটক করে প্রশাসন নিয়ে যায়। এরপর রাতে আবারও দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে তা আর তেমন একটা রূপ নেয়নি।

বিজ্ঞাপন

রমনা ইউপি চেয়ারম্যান আরো বলেন, হরিপুর ইউনিয়নের লোকেরা হামলা করে ২টি সেচপাম্প নিয়ে গেছে। ফলে চলতি মৌসূমে বাড়ন্ত ফসলের ক্ষেতে সেচ দেয়া বিঘ্ন ঘটছে। স্থানীয়দের বর্ণনামতে সংঘর্ষে ২৫-৩০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম জানান, রমনা ইউনিয়নবাসী হামলা করে বাড়িঘরের ব্যাপক ভাংচুর, লুটপাট, মারপিট করেছে। এতে তার ইউনিয়নের অনেকেই গুরুতর আহত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন।

 

 

সারাবাংলা/এনজে

আহত এলাকা সংঘর্ষ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর