যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধে বেড়েছে সোনার দাম, কমেছে ডলারের মান
১১ এপ্রিল ২০২৫ ১১:৫৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:২১
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করায় এবং ডলারের মান পতনের ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর প্রভাবে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে রেকর্ড স্তরে পৌঁছেছে। এদিন সোনা প্রতি আউন্সে ৩ হাজার ১৬০ দশমিক ৮২ ডলারে লেনদেন হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৯ এপ্রিল) জানান, তিনি অস্থায়ীভাবে কয়েক ডজন দেশের ওপর আরোপিত শুল্ক হ্রাস করবেন, তবে চীনের ওপর শুল্ক ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
ট্রেডু. কম এর উচ্চপদস্থ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেছেন, ‘সোনা আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে তার আকর্ষণ ফিরে পেয়েছে এবং নতুন রেকর্ড উচ্চতার পথে ফিরে এসেছে।’ তবে তিনি সতর্ক করে দেন, ‘বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে চুক্তির সম্ভাবনা সোনার দাম বৃদ্ধির জন্য একটি ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পেলে ডলার শক্তিশালী হতে পারে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।’
এদিকে, ডলার সূচক প্রতিযোগী মুদ্রাগুলোর বিপরীতে ১ শতাংশের বেশি কমে গেছে, ফলে অন্যান্য মুদ্রার ধারকদের জন্য সোনার দাম তুলনামূলকভাবে কম হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক আশানুরূপ না বাড়লেও চীনের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করায় ভবিষ্যতে মুদ্রাস্ফীতির ঝুঁকি বেড়েছে। এই তথ্যের পর বিনিয়োগকারীরা মনে করছেন, ফেডারেল রিজার্ভ জুন মাসে সুদের হার কমানোর পথ পুনরায় শুরু করবে এবং বছরের শেষ নাগাদ নীতিগত হার এক পূর্ণ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
অন্যদিকে, স্পট সিলভার শূণ্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৩০ দশমিক ৮৮ ডলারে নেমেছে। প্লাটিনাম শূণ্য দশমিক ৫ শতাংশ কমে ৯৩২ দশমিক ৪১ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৪ শতাংশ কমে ৯১৮ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়েছে।
সারাবাংলা/এনজে