Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে গেল পুলিশের লোগো

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১২:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:২০

বাংলাদেশ পুলিশের নতুন লোগো।

ঢাকা: বাংলাদেশ পুলিশের পুরনো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নতুন লোগোতে আছে: জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টপে লেখা পুলিশ।

চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের বিদ্রমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে; যা ইতিমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় আপনার জেলা বা ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের লোগোতে নৌকা আকারে লোগো লাগানো হয়। আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তেন দাবি ওঠে। পরে এ-সংক্রান্ত একটি কমিশন গঠন করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশের লোগো পরিবর্তনের চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়।

সারাবাংলা/ইউজে/এনজে

পুলিশ বদল লোগো

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর