Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঝগড়ার জেরে’ তরুণীকে খুন, মামা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৭:৩২

গ্রেফতার নাজিম উদ্দিন (৩০)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে যাওয়া তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় তার ‘খালাতো’ মামাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) ভোরে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের দাঁতমারা পাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার নাজিম উদ্দিন (৩০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা।

তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে খুন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। পুলিশও এমন ধারণা করেছিল। তবে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক এ বিষয়ে মুখ খোলেনি। বরং সামান্য বিষয়ে কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড বলে সে দাবি করেছে।

গত ৮ এপ্রিল গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের ঘরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আরজু আক্তার (২০) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের বাসিন্দা।

আরজুকে খুনের পর তার নানা আব্দুল হাকিম (৭০) ও নানি ফরিদা আক্তারকে (৬০) কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে গিয়েছিল নাজিম। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি চন্দনাইশ পৌরসভার নয়াপাড়া এলাকায়।

গ্রেফতার নাজিম আরজুর মায়ের খালাতো ভাই অর্থাৎ ফরিদা আক্তারের বোনের ছেলে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খুনের ঘটনায় নিহত আরজুর বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেন। এতে নাজিমের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়।

নাজিমকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা নাজিমকে আমরা গ্রেফতার করেছি। তাকে প্রাথমিকভাবে খুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। সে দাবি করেছে, কথা কাটাকাটির জেরে খুন করেছে। কী নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা এখনও পরিস্কার করেনি। ধর্ষণের চেষ্টার বিষয়েও মুখ খোলেনি। তবে নাজিমের বিষয়ে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। এগুলো আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঈদুল ফিতরের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আরজু। আর ঘটনার রাতে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নাজিম। গভীর রাতে সে আরজুকে মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন করে। দেখে ফেলায় আরজুর নানা-নানিকে কুপিয়ে জখম করে।

সারাবাংলা/আরডি/এমপি

গ্রেফতার তরুণী হত্যা