Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জলবায়ু কর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৬:৪৩

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে সমাবেশ

ঢাকা: টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মীরা।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে এই আহ্বান জানান তারা।

জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে জলবায়ু কর্মীরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কমবে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তাই এই পরিকল্পনা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন জলবায়ু কর্মীরা।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে সহায়তা নিশ্চিতের আহ্বানও জানান তারা।

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে ২০০ জনেরও বেশি তরুণ জলবায়ু কর্মী রঙিন ব্যানার, পোস্টার ও স্লোগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। ‘ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই’ শীর্ষক স্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল।

একইসঙ্গে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জলবায়ু ঋণ নিঃশর্ত মওকুফের দাবি জানিয়েছেন তরুণ জলবায়ু কর্মীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে কর্মসূচি পালিত হয়েছে। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

সমাবেশে উপস্থিত ছিলেন— ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম/এইচআই

জলবায়ু কর্মী টেকসই ও বাসযোগ্য নবায়নযোগ্য বৈশ্বিক জলবায়ু ধর্মঘট