খুলনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৭:২০
১১ এপ্রিল ২০২৫ ১৭:২০
খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলার এজহারনামীয় আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সারাবাংলা/এসআর