Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব দিন: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২১:৪২

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সাইফুল হক কথা বলেন।

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বলব, আপনার উপদেষ্টাদের সর্তক করুন। যারা সর্তক হবেন না প্রয়োজন বোধে তাদেরকে বরখাস্ত করুন। নতুন দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব দিন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘‘গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার বাইরে এক সমাবেশে বলেছেন, ‘মানুষ নাকি বলছে, এই সরকারের আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার দরকার।’’

অন্তর্বর্তী সরকারের আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা দরকার- স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম বক্তব্যে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

‘আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই আপনার মুখ দিয়ে উচ্চারণ করলেন? আসলে আপনাদের মতলবটা কী, উদ্দেশ্যটা কী?’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলেন জনগণের দোহাই দিয়ে, সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের ভিন্ন কোনো এজেন্ডা আছে কি না, নতুন করে এজেন্ডা আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠবে।’

তিনি মনে করেন, সরকারের উচিত হবে দেশবাসীর সামনে অবস্থান পরিষ্কার করা।

এই বাম নেতা বলেন, ‘সরকারকে বলতে চাই, অতিকথন বন্ধ করুন, বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যা করছেন তাতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বিজ্ঞাপন

গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিন দখলমুক্ত করা এবং নেতানিয়াহুর বিচারের দাবিতে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে সংহতি মানববন্ধন হয়।

সাইফুল হক বলেন, ‘যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনের রক্তের দায় পরিশোধ করার জন্য ফিলিস্তিনের পক্ষে আছি। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই, অবিলম্বে আগ্রাসন-দখলদারিত্ব বন্ধের আমরা দাবি জানাই।’

ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারত একতরফাভাবে এরকম আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে পারে না।

তিনি বলেন, ফ্যাসিবাদ জমানার মতো ভারত যদি বাংলাদেশকে ক্লাইন্টস্টেট করতে চায়, যদি মনে করেন বাংলাদেশ আপনাদের (ভারত) অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন। হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। বাংলাদেশের বিশেষ দলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে, দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, রামপালের বিদ্যুৎ প্রকল্প ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম প্রকল্পগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে সই করা সব ধরণের দেশবিরোধী, নিরাপত্তাবিরোধী চুক্তি হয়েছে, সেগুলো প্রকাশ করা দরকার। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থি সেগুলো বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে আলাপ-আলোচনা করে, আমরা আমাদের সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই।

সারাবাংলা/এফএন/এমপি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর